ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নেত্রীকে গান শোনাতে ১৮ বছরের প্রতীক্ষা শফিকুলের

মানসুরা চামেলী, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
নেত্রীকে গান শোনাতে ১৮ বছরের প্রতীক্ষা শফিকুলের অটোরিকশায় নিজের গানের রেকর্ড বাজিয়ে শ্রোতাদের শোনান শফিকুল

ঢাকা: ‘হাসিনার ভাষা মায়ের মতন, তাই শোনায় মধুর মতন’, ‘নেত্রী তুমি কেঁদো না, আমি পেলে এনে দিতাম তোমার বাবা-মা’, ‘আগে নিবেন আল্লাহর নাম, এর পরে শেখ হাসিনার সালাম’।

টিএসসি মোড়ে একটি অটোরিকশায় বাজছে বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে উৎসর্গকৃত এসব গান। কৌতূহল নিয়ে এগিয়ে গেলে সাক্ষাৎ মেলে গানের শিল্পী শফিকুল ইসলামের।

নিজের গাওয়া গানের রেকর্ড বাজিয়ে সাধারণ মানুষকে শোনাচ্ছেন তিনি।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের জনসভায় অংশ নিতে এসেছিলেন শফিকুল।

অটোরিকশা চালক শফিকুলের শখ গান লেখা ও গাওয়া। তবে তার গানের বিষয়বস্তু বঙ্গবন্ধু ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শফিকুলের স্বপ্ন একদিন নিজে গান গেয়ে শোনাবেন প্রধানমন্ত্রীকে। এ আশায় ১৮ বছরে ৬৬টি গান লিখেছেন তিনি। তার সবগুলো গান শেখ হাসিনা, বঙ্গবন্ধু ও তার পরিবার এবং মুক্তিযুদ্ধ নিয়ে।
বঙ্গবন্ধুেক নিয়ে লেখা গানের তালিকা অটোরিকশার পিছনে সাঁটিয়ে রেখেছেন শফিকুল
জীবিকার তাগিদে ১৮ বছর আগে ব্রাহ্মণবাড়িয়া থেকে রাজধানীতে আসেন শফিকুল। এরপর বিভিন্ন কাজের পাশাপাশি ভাড়ায় অটোরিকশা চালাতেন তিনি। এখন তার নিজেরই একটি অটোরিকশা হয়েছে। ছেলেবেলা থেকেই আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী শফিকুল প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরম ভক্ত।

মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতি ভালোবাসা প্রকাশ করে শফিকুল বাংলানিউজকে বলেন, গরিব মানুষ আমি, জীবনে কোনো কিছু চাওয়ার নেই। একটাই চাওয়া- নেত্রীকে নিয়ে লেখা গানের একটি তাকে শোনানো। নেত্রীকে গান শোনাতে পারলে আমার মরেও দুঃখ থাকবে না!

শেখ হাসিনা পাগল এ লোকটির সঙ্গে কথা বলে জানা গেল, তার একমাত্র মেয়ের ঘরে জন্মানো নাতনির বয়স ৫ বছর হলেও এখন পর্যন্ত শিশুটির কোনো নাম রাখেননি শফিকুল। তার ইচ্ছা আদরের নাতনির নাম রাখবেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগও করেছেন, তবে এখনও সাক্ষাৎ মেলেনি। এ কারণে নাতনিকে সবাই বিভিন্ন নামে ডাকলেও শফিকুল ‘বু’ (বুবু) বলেই ডাকেন। শফিকুলের বিশ্বাস কোনো একদিন নেত্রী তার ভালোবাসার খবর জানবেন।

শফিকুল বলেন, আমি আওয়ামী লীগকে মনে-প্রাণে ভালোবাসি। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করি। চোখের সামনে মুক্তিযুদ্ধ দেখেছি, অন্য গান কীভাবে লিখি? অন্য গান লিখলে মুক্তিযুদ্ধের সঙ্গে বেইমানি হবে!

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
এমসি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।