ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেনাপোলে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
বেনাপোলে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ১০০ কেজি গাঁজাসহ রফিকুল ইসলাম আটক

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্তে ১০০ কেজি গাঁজাসহ রফিকুল ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেল ৪টায় সীমান্তের ঘিবা মাঠ থেকে তাকে আটক করা হয়। রফিকুল বেনাপোলের দুর্গাপুর গ্রামের আকবার আলী মণ্ডলের ছেলে।

বিজিবি জানায়, ভারত থেকে মাদকের বড় একটি চালান বাংলাদেশে আসছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্তের ঘিবা মাঠে অভিযান চালায়। এসময় মাদক পাচারকারীরা বাংলাদেশের অভ্যন্ততরে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে ১০০ কেজি গাঁজার বস্তাসহ রফিকুলকে আটক করে।

২৬ বর্ডার গার্ড ব্যাটালিনের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে জানান, রফিকুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
এজেডএইচ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।