ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে মাদক মামলায় এক ব্যক্তির কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
বরিশালে মাদক মামলায় এক ব্যক্তির কারাদণ্ড

বরিশাল: বরিশালে মাদক মামলায় মোতাহার হোসেন কাজল নামে এক ব্যক্তিকে পাঁচ বছরের ‍কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১০ জানুয়ারি) জননিরাপত্তা অপরাধ বিঘ্নকারী দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মোতাহার কাজল বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোডের শেখ আদম আলীর ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী ফিরোজুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৪ সালের ১২ জুলাই বরিশাল নগরের হাসপাতাল রোডের জবান আলী খান সড়ক থেকে ১০ বোতল ফেনসিডিলসহ মোতাহার হোসেন কাজলকে আটক করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশের উপ পরিদর্শক (এসআই) আহসান কবীর বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ডিবি পুলিশের অপর এসআই শাখাওয়াত হোসেন একই সালের ২৬ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ১১ জন সাক্ষীর সাক্ষগ্রহণ শেষে বিচারক এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।