মঙ্গলবার (১০ জানুয়ারি) জননিরাপত্তা অপরাধ বিঘ্নকারী দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মোতাহার কাজল বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোডের শেখ আদম আলীর ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী ফিরোজুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৪ সালের ১২ জুলাই বরিশাল নগরের হাসপাতাল রোডের জবান আলী খান সড়ক থেকে ১০ বোতল ফেনসিডিলসহ মোতাহার হোসেন কাজলকে আটক করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশের উপ পরিদর্শক (এসআই) আহসান কবীর বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ডিবি পুলিশের অপর এসআই শাখাওয়াত হোসেন একই সালের ২৬ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ১১ জন সাক্ষীর সাক্ষগ্রহণ শেষে বিচারক এ রায় দেন।
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
এমএস/এনটি