ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীর ৪০টি স্কুলে ১ লাখ চারাগাছ দেবে গুডলাক স্টেশনারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
রাজধানীর ৪০টি স্কুলে ১ লাখ চারাগাছ দেবে গুডলাক স্টেশনারি গুডলাক গ্রিন ঢাকা ক্যাম্পেইনের সংবাদ সম্মেলন

ঢাকা: রাজধানীর ৪০টি স্কুলে এক লাখ চারাগাছ বিতরণ করবে প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান গুডলাক স্টেশনারি।

বুধবার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান গুডলাক স্টেশনারির ব্যান্ড ম্যানেজার ফাহিম হোসেন।

গুডলাক গ্রিন ঢাকা ক্যাম্পেইনের সংবাদ সম্মেলনটি যৌথভাবে আয়োজন করে সবুজ ঢাকা ও প্রাণ-আরএফএল।


 
ফাহিম হোসেন জানান, গুডলাক রাজধানীর ৪০টি স্কুলে এক লাখের বেশি চারাগাছ বিতরণ করবে। আগামী ১৫ জানুয়ারি সকাল ১১টায় মনিপুর উচ্চবিদ্যালয়ে এ কার্যক্রম উদ্বোধন করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। তিন মাসব্যাপী চলবে এ ক্যাম্পেইন।
 
চারাগাছ বিতরণ কাজের মতো গুডলাক সমাজের যেকোনো ভালো কাজে সবার সঙ্গে থাকবে যোগ করেন ফাহিম।
 
সংবাদ সম্মেলনে জানানো হয়, ক্যাম্পেইনের আওয়তায় প্রতিটি স্কুলে স্থায়ী ফলের বাগান করে দেওয়ার পাশাপাশি সব শিক্ষার্থীদের মাঝে ফুল ও ফলের চারা বিতরণ করা হবে। ছাত্র-ছাত্রীদের বৃক্ষরোপণে জোরালো ভূমিকা রাখার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ঢাকাকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও সবুজ নগরীর রূপ দিতে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। গুডলাক স্টেশনারির চারাগাছ বিতরণ কর্মসূচি তত্ত্বাবধান করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
 
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিবেশ, জলবায়ূ ও দূর্যোগ ব্যবস্থাপনা সার্কেলে তত্ত্বাবধায়ক প্রকৌশলী ডা. তারিক বিন ইউসুফ, সবুজ ঢাকার চেয়ারম্যান রুপাই ইসলাম, সবুজ ঢাকার ডিরেক্টর অব প্রোগাম গোলাম মোস্তফা রাজ প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
এমএইচকে/ওএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।