ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
নারায়ণগঞ্জে বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে চুরি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের তালা ভেঙ্গে ১৩টি ল্যাপটপ, একটি প্রিন্টার ও একটি স্ক্যানারসহ প্রায় ৭ লাখ টাকার মাল চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে স্কুলের প্রধান শিক্ষকসহ স্কুলের শিক্ষক ও কর্মচারীরা বিদ্যালয়ে এসে চুরি যাওয়ার বিষয়টি বুঝতে পারেন।

প্রধান শিক্ষক তোফায়েল হোসেন বাংলানিউজকে বলেন, সকালে আমাদের স্কুলের এক কর্মচারী আমাকে ফোন করে জানায় ল্যাবের দরজায় তালা ভাঙা।

পরে আমি দ্রুত বিদ্যালয়ে আসলে সিনিয়র শিক্ষকদের নিয়ে ল্যাবে প্রবেশ করে দেখতে পাই সেখানের প্রতিটি ড্রয়ারের তালা ভেঙ্গে আমাদের ল্যাপটপ, প্রিন্টার ও স্ক্যানারসহ প্রায় ৭ লাখ টাকার মাল চুরি হয়ে গেছে।

এ ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হবে বলেও জানান তিনি।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, দ্রুত যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
এসআরএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।