মন্ত্রী বলেন, ত্রিপুরা আমাদের প্রতিবেশী। আমাদের দুর্দিনে ত্রিপুরা অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে।
মন্ত্রী আরো বলেন, ত্রিপুরার যে শিল্পভাণ্ডার রয়েছে সেগুলো এ অনুষ্ঠানের মাধ্যমে আমরাও পাবো বলে আশা করি।
ত্রিপুরা থেকে আগত সবাইকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, ত্রিপুরা থেকে যারা এসেছেন তাদের সফরটি আনন্দমুখর হোক।
বাংলাদেশ-ত্রিপুরা সাংস্কৃতিক উৎসব পর্ষদ আয়োজিত ১৯ থেকে ২১ জানুয়ারি তিনদিন ব্যাপী এ অনুষ্ঠানে নাটক, সঙ্গীত, স্বরচিত কবিতাপাঠ, আবৃত্তি ও চিত্রকলা প্রদর্শন করা হবে।
আয়োজক সংগঠনের চেয়ারম্যান রামেন্দু মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি, আয়োজক সংগঠনের আহ্বায়ক গৌতম ঘোষ, সদস্য সচিব সেলিম সামছুল হুদা চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
এমএইচকে/এসএইচ