ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩২, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

লিটন হত্যায় গ্রেফতারকৃত সাইফুলের রিমান্ড শুনানি সোমবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৯, জানুয়ারি ১৯, ২০১৭
লিটন হত্যায় গ্রেফতারকৃত সাইফুলের রিমান্ড শুনানি সোমবার

গাইবান্ধা: গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতারকৃত  জামায়াত কর্মী সাইফুল ইসলামের (৩৫) রিমান্ড শুনানি সোমবার (২৩ জানুয়ারি) নির্ধারণ করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (সুন্দরগঞ্জ) বিচারক ময়নুল হাসান ইউসুব রিমান্ড শুনানির দিন ধার্য করেন।

সাইফুল ইসলাম সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমির ইউনুস আলীর ছেলে।

তার বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ শিবরাম গ্রামে।

কোর্ট পুলিশের পরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে সাইফুল ইসলামকে লিটন হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে বিচারক সোমবার (২৩ জানুয়ারি) রিমান্ড শুনানির দিন ধার্য করেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুলের কাছ থেকে এমপি লিটন হত্যার অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সে কারণে তাকে রিমান্ড এনে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।