বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে রাষ্ট্রপক্ষের কৌশলী জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন এ তথ্য জানান।
ওয়াজেদ আলী বলেন, ১৬ জানুয়ারি (সোমবার) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নাসিকের বরখাস্তকৃত কাউন্সিলর নূর হোসেন, র্যাবের সাবেক অধিনায়ক লে. কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মদ, সাবেক উপ অধিনায়ক মেজর (অব.) আরিফ হোসেন ও সাবেক ক্যাম্প ইনচার্জ লে. কমান্ডার (অব.) এম এম রানাসহ ২৬ জনের ফাঁসির আদেশ দেন।
তিনি আরও বলেন, রোববার (২২ জানুয়ারি) সকালে একই আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন আদালতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করবেন। এরপর রায়ের আদেশের নকল বাদীপক্ষ ও আসামিদের সহ সংশ্লিষ্ট দফতরে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
এসএইচ