রেজাউল বাড়াইগ্রাম উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। তিনি এমাগ্রিন নামে একটি কীটনাশক কোম্পানির বিক্রয় প্রতিনিধি।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মসিউর রহমান বাংলানিউজকে জানান, সন্ধ্যায় রেজাউল অফিস শেষ করে নাটোর শহর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে আহম্মদপুর ব্রিজ এলাকায় পৌঁছালে পাঁচ/ছয় জন দুর্বৃত্ত তার পথ রোধ করে। এ সময় দুর্বৃত্তরা রেজাউলের ডান পায়ে গুলি করে মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত অবস্থায় রেজাউলকে উদ্ধার করে প্রথমে বনপাড়া আমেনা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
এজি