লালমনিরহাটে বিনা টিকিটে ট্রেনে উঠায় ৮২ যাত্রীর জরিমানা-ছবি: বাংলানিউজ
লালমনিরহাট: লালমনিরহাটে বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ৮২ যাত্রীকে জরিমানা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিনভর লালমনিরহাট রেলওয়ে অঞ্চলের কাউনিয়া স্টেশনে এ জরিমানা করা হয়।
লালমনিরহাট রেলওয়ের সহকারী ট্রাফিক সুপারিন্টেনডেন্ট (এটিএস) সাজ্জাত হোসেন বাংলানিউজকে জানান, লালমনিরহাট সান্তাহার রেল রুটের কাউনিয়া জংশন স্টেশনে তার নেতৃত্বে ১০টি ট্রেনে অভিযান পরিচালনা করা হয়।
এসময় লোকাল কমিউটার চারটি, ডেমু দু'টি, করতোয়া এক্সপ্রেস দু'টি ও লালমনি এক্সপ্রেসের দু'টি যাত্রীবাহী ট্রেনে অভিযান চালানো হয়।
এতে বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ৮২ জন যাত্রীকে তিন হাজার ৩০৫ টাকা জরিমানা করা হয়। অভিযানকালে মোট ছয় হাজার ৬১০ টাকা আদায় করা হয়।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
আরবি/আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।