বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আইএফআইসি টাওয়ারের ১৮তলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ও বিশিষ্ট কবি কামাল চৌধুরী, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক শাহ এ সারওয়ার ও প্রধান নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
পিঠা-জল খাবারে অন্যতম আকর্ষণ ছিলো দেশি-বিদেশি ভিন্নভিন্ন খাবারের সমাগম। ছিলো মুখরোচক আপেল জুস, পাটিসাপটা পিঠা, দিল্লি-সমুচা, হরেক পদের বিস্কুট এবং চা ও কফি।
মোট ২ জন লেখক তাদের সৃজনশীল লেখনির স্বীকৃতিস্বরুপ আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার ২০১৫ পান। এ ছাড়াও আজীবন সম্মাননা পেয়েছেন অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তাদের হাতে পুরস্কার তুলে দেন।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
এমএফআই/এসএইচ