ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইসলামপুর থেকে অস্ত্রসহ ২ ব্যবসায়ী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
ইসলামপুর থেকে অস্ত্রসহ ২ ব্যবসায়ী আটক

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার ইসলামপুর আহসান মঞ্জিল যাদুঘরের সামনে থেকে দু’টি বিদেশি পিস্তলসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১০ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি-২) কেরানীগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- লিটন (৪০) ও মমিনুল ইসলাম (৩৮)।

ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি-২) কেরানীগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মঞ্জুর মোর্শেদ বাংলানিউজকে জানান, ইসলামপুর এলাকায় দু’টি অস্ত্র বিক্রয় করা হবে এমন খবরের ভিত্তিতে আহসান মঞ্জিল যাদুঘরের সামনে সাদা পোশাকে অবস্থান নিয়ে বিকেলে লিটন ও মমিনুলকে আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে দু’টি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দু’টি ম্যাগজিন পাওয়া যায়।
 
তিনি আরও বলেন, আটক ব্যক্তিরা অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত। এ ঘটনায় ডিএমপির কোতোয়ালি থানায় অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।