ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উদযাপিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
ফরিদপুরে জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উদযাপিত

ফরিদপুর: বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী উদযাপন করেছে ফরিদপুর শহর বিএনপি। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের মেয়ে বিএনপি নেত্রী নায়াব ইউসুফ।

প্রধান অতিথির বক্তব্যে নায়াব ইউসুফ বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের রাজনীতিতে সততার প্রতীক।

সোনার বাংলাদেশ গড়তে হলে জিয়ার আদর্শ প্রতিষ্ঠা করতে হবে।

শহর বিএনপির সভাপতি রেজাউল ইসলাম রেজাউলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ-সভাপতি এএফএম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলী আশরাফ নান্নু, শহর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক একে কিবরিয়া স্বপন, বিএনপি নেতা এমটি আক্তার টুটুল, গোলাম রব্বানী ভূঁইয়া রতন, এবি সিদ্দিকী মিতুল, নাজমুল হাসান রঞ্জন চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরীজ প্রমুখ।

এদিকে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে বিকেলে চকবাজার জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
আরবি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।