ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান করুন, ওআইসিকে শাহরিয়ার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান করুন, ওআইসিকে শাহরিয়ার

ঢাকা: মায়ানমারের রাখাইন রাজ্যের সংখ্যালঘু রোহিঙ্গাদের মৌলিক অধিকার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি সম্প্রদায়টির গৃহহীন ও শরণার্থীদের স্বদেশে সসম্মানে স্থায়ী ভিত্তিতে ফিরিয়ে নেওয়ার কথাও বলেছেন।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক বিশেষ সেশনে বক্তৃতা করছিলেন শাহরিয়ার আলম।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার বক্তৃতার শুরুতেই রাখাইন রাজ্যের অস্থিতিশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তার বক্তব্যে প্রকাশ পায়, অস্থিতিশীলতার জেরেই রোহিঙ্গারা তাদের আদিবসতি থেকে উচ্ছেদ হয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে।

শাহরিয়ার আলম বাংলাদেশে সাম্প্রতিক রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়টি উল্লেখ করে রাখাইন রাজ্যে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে দেশটির সরকারের প্রতি দাবি জানান। একইসঙ্গে সেখানে রোহিঙ্গাদের পুনর্বাসন ও তাদের আবাস পুনর্গঠন করে দেওয়ারও দাবি জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই সমস্যার দীর্ঘস্থায়ী সমাধানে রোহিঙ্গাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। স্থায়ীভাবে স্বদেশে ফিরিয়ে নিতে হবে বাংলাদেশে আশ্রয় নেওয়া নথিভুক্ত ও নথিবহির্ভূত সব শরণার্থী এবং মায়ানমারের নাগরিককে।

এই সমস্যার দীর্ঘস্থায়ী সমাধানে ওআইসিকে আহ্বান জানিয়ে অব্যাহতভাবে কাজ করার কথাও বলেন শাহরিয়ার আলম।

সেশনটির উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। তিনিও বলেন, রোহিঙ্গারা যে সমস্যার মধ্যে পড়েছে তা দেখে বিশ্ব চুপ থাকতে পারে না। রোহিঙ্গাদের মৌলিক অধিকার নিশ্চিতে এবং তাদের ওপর নিপীড়ন বন্ধে মায়ানমার সরকারের প্রতি দাবিও জানান তিনি।

সেশনে রোহিঙ্গাদের ওপর নিপীড়নের চিত্র নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করেন মায়ানমারে ওআইসির বিশেষ দূত ড. হামিদ আলবার।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।