বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে নগরীর জিন্দাবাজারে জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান অভিযানে চালিয়ে এ জরিমানা আদায় করেন। যৌথ বাহিনীর সদস্যরা অভিযানে সহায়তা করেন।
মুস্তাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, সেনা ও র্যাব সদস্যরা গোপন সংবাদে জানতে পারেন নগরীর জিন্দাবাজারে কয়েকটি মার্কেটে সেনা বাহিনীর কাপড় দিয়ে পোশাক তৈরি করে বাজারজাত করা হয়।
তাই, জিন্দাবাজারের শুকরিয়া মার্কেট, সমবায় ও আল মারজান মার্কেটে অভিযান চালানো হয়। অভিযানকালে ৭টি দোকান থেকে ৩শ’ জনের কাপড় জব্দ করা হয়। এ অভিযোগে সাতজনকে ১০ হাজার টাকা করে ৭০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
অবশ্য সাতজনই জরিমানার টাকা দেওয়ায় তাৎক্ষণিক মামলার নিস্পত্তি করা হয়, বলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশ সময়: ০০৫৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
এনইউ/ওএইচ/