খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় তিন ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে আগুনে মুদি দোকান, ওষুধের ফার্মেসি, কসমেটিকসের দোকান, ফটো স্টুডিও, খাবার হোটেল, চায়ের দোকান, লেপ-তোষকের গোডাউন, মিষ্টির দোকানসহ ১৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
মঠবাড়ীয়া ফায়ার সার্ভিসের সাব অফিসার আবদুল হক বাংলানিউজকে জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে, বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
আরবি/এসএইচ