ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে পরামর্শ সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
বরিশালে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে পরামর্শ সভা বরিশালে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে পরামর্শ সভা

বরিশাল: বরিশালে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে বিভাগীয় পরামর্শ সভা ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ ‍জানুয়ারি) সকালে বরিশাল নগরের পুলিশ লাইন রোডে সেলিব্রেশন পয়েন্ট মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রান্তজন, খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক-খানি ও অ্যাকশন এইড যৌথভাবে এ সভার আয়োজন করে।

প্রান্তজনের নির্বাহী পরিচালক এসএম শাহাজাদার সভাপতিত্বে পরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য টিপু সুলতান।

এছাড়াও উপস্থিত ছিলেন- বিএডিসি’র যুগ্ম পরিচালক মো. রমিজুর রহমান, বিএম কলেজের সহকারী অধ্যাপক শাহ শাজেদা, মানবাধিকার জোট বরিশালের সভাপতি ডা. সৈয়দ হাবিবুর রহমান, খাদ্য অধিকার আন্দেলনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল জেলা কমিটির সভাপতি আনোয়ার জাহিদ, ক্যাবের সাধারণ সম্পাদক রণজিত দত্ত, জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক মো. আনছার আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
এমএস/এনটি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।