ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আখাউড়ায় ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
আখাউড়ায় ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বড় বাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় ইফতি আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) দুপুর পৌনে একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। সে জেলা শহরের কাজীপাড়া এলাকার হামিদ আল হাসানের মেয়ে।

প্রতক্ষদর্শী সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি দুপুরে আখাউড়া রেল জংশন স্টেশনে প্রবেশ করছিল। এসময় রেললাইনে খেলতে থাকা শিশু ইফতিকে ট্রেন ধাক্কা দেয়।

এতে মাথায় আঘাত লেগে গুরুতর আহত হয় সে।

এ অবস্থায় স্থানীয়রা ইফতিকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সাত্তার বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে জানা গেছে, শিশুটি পৌর এলাকার দেবগ্রামে খালার বাড়িতে বেড়াতে এসেছিল। ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
আরবি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।