শুক্রবার (২০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে ‘হেপাটাইটিস সম্পর্কে জানুন, প্রতিরোধে ভ্যাকসিন নিন’ স্লোগানে এ স্কেটিং যাত্রা শুরু করা হয়।
বরেণ্য নাট্য ব্যক্তি ড. ইনামুল হক র্যালির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. আনিসুজ্জামান, সার্চ স্কেটিং ক্লাবের চেয়ারম্যান আরশাদ আলমসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
৮ দিনে ৩৭৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বান্দরবন পৌঁছাবে। যাত্রাপথে এ ৮ দিনে হেপাটাইটিস সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে কাজ করবে এ দল।
অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান জানান, সার্চ স্কেটিং ক্লাব গতবছর মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে স্কেটিং এর মধ্যে সচেতনতা তৈরিতে কক্সবাজার গিয়েছে। এরই ধারাবাহিকতায় এবার হেপাটাইটিস মুক্ত দেশ গড়া ও মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে বান্দরবান যাচ্ছে।
হেপাটাইটিস সচেতনতায় মিডিয়ার মাধ্যমে, শিক্ষা প্রতিষ্ঠানে প্রচার, অন্তত দু’বছর দেশব্যাপী প্রচার ও সরকারি উদ্যোগ গরিব রোগীদের ফ্রি ভ্যাকসিন দেয়ার দাবি জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
আরইউ/পিসি