নড়াইলে এসএম সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে ষাঁড় লড়াই
নড়াইল: চিত্রশিল্পী এসএম সুলতানের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত নড়াইলে সাত দিনব্যাপী সুলতান মেলার ৬ষ্ঠ দিনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ জানুয়ারি) দুপুর থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়িরডোপ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশন এ প্রতিযোগিতার আয়োজন করে।
বিভিন্ন এলাকা থেকে আসা অর্ধশতাধিক ষাঁড় এ প্রতিযোগিতায় অংশ নেয়। সকাল থেকেই এ প্রতিযোগিতা উপভোগ করার জন্য মাঠের চারপাশে হাজার হাজার দর্শক উপস্থিত হয়।
প্রতিবছর সুলতান মেলায় এ লড়াইয়ের আয়োজন করা হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ষাঁড়ের মালিকদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজকরা।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
এনটি/এসএনএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।