ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় হা-ডু-ডু খেলায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
বগুড়ায় হা-ডু-ডু খেলায় বিজয়ীদের পুরস্কার বিতরণ বিজয়ীদের পুরস্কার বিতরণ

বগুড়া সদর উপজেলার চাঁদমুহা সরলপুর বন্দরে হা-ডু-ডু টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ হয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ সময় তিনি বলেন, অপরাধমুক্ত সমাজ গঠনে নিয়মিত ক্রীড়া চর্চার বিকল্প নেই।

মাদকের ভয়াল ছোবলে তরুণ-যুব সমাজ আজ বিপদগামী। এজন্য তাদের খেলার মাঠমুখী করতে হবে। খেলার মাঠে বন্ধুত্ব সৃষ্টি হয়। সম্প্রীতির বন্ধন দৃঢ় হয়।

গোকুল ইউপি চেয়ারম্যান সওকাদুল ইসলাম সরকার সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সভাপতি অধ্যক্ষ সহিদুল ইসলাম দুলু, ব্যবসায়ী রুহুল আমিন, সদর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইফতারুল ইসলাম মামুন, যুবলীগ নেতা প্রভাষক কামরুল হুদা উজ্জল, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম হোসেন, যুবনেতা আবু সাইদ লেলিন, সাইদুর রহমান, হাফিজার রহমান, আব্দুর রাজ্জাক, শাজাহান আলী, গোলাম সারোয়ার হোসেন, রফিকুল ইসলাম, সুমন ও উজ্জল প্রমুখ।
 
চাঁদমুহা সরলপুর মাল্টিপারপাস সোসাইটির উদ্যোগে মরহুম আবু জাফরের স্মৃতি স্মরণে এই হা-ডু-ডু টুর্নামেন্টের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
এমবিএইচ/এসআরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।