শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে গোবিন্দগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে রতনকে উদ্ধার করে।
রতন গোবিন্দগঞ্জ উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের পারগয়ড়া গ্রামের সৈয়দ জামানের ছেলে।
আটকরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের আব্দুল মজিদ আকন্দের ছেলে আবু হায়াত মো. রাসেল (২০) ও একই উপজেলার সাপমারা ইউনিয়নের রামপুরা গ্রামের আব্দুল মালেকের ছেলে মামুন সরকার (১৯)।
রাসেল গাজীপুরের ভাওয়াল বিশ্ববিদ্যালয় কলেজের সমাজ বিজ্ঞানের দ্বিতীয় বর্ষের ছাত্র ও মামুন গোবিন্দগঞ্জের কামদিয়া ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্র।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে রতনকে বেড়ানোর কথা বলে রাসেল ও মামুন অপহরণ করে। পরে তারা ফোন করে রতনের পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে এ ব্যাপারে রতনের বাবা গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ অপহরণকারীদের মোবাইল ফোন ট্রাকিং করে তাদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালায়। এ সময় বগুড়ার সোনাতলা এলাকা থেকে রতনকে উদ্ধারসহ দুই অপহরণকারীকে আটক করা হয় বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
এজি/আরআই