ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

ঢাকা: রাজধানীর পল্লবীতে ব্যাটারি চালিত রিকশায় চাকায় ওড়না পেঁচিয়ে সুমাইয়া আক্তার (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।শুক্রবার (২০ জানুয়ারি) বিকেল ৫টায় দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টায় মৃত ঘোষণা করেন।

মৃত গৃহবধূর মামা আতাউর রহমান বাংলানিউজকে জানান, সুমাইয়া তার খালাতো বোনের বিয়েতে অংশ নিতে মিরপুরের একটি কমিউনিটি সেন্টারে যাচ্ছিলেন। এ সময় মিরপুর-১১, এভিনিউ-৫ বাজার রোড এলাকায় অটোরিকশার চাকায় তার গলার ওড়না পেঁচিয়ে যায়।

পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুমাইয়ার স্বামীর নাম মো. কাজী ফারুক। তারা মিরপুর কালাপানি এলাকায় থাকেন। অজিরা তানহা নামে সুমাইয়ার এক বছর বয়সী একটা মেয়ে রয়েছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বাংলানিউজকে এ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
এজেডএস/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।