হোসেনের চাচা আব্দুশ শহিদ বাংলানিউজকে বলেন, হোসেনকে তার চার চাচা আব্দুল লতিফ, আব্দুল বাসিত, আব্দুল মুনিম ও আব্দুল হাসিব ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পুকুর পাড়ে ফেলে দেয়।
ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে জকিগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।
রাত ১২টার দিকে তার কয়েক দফা অস্ত্রোপচার করা হয়েছে বলে হাসপাতাল থেকে জানিয়েছেন শহিদ।
চিকিৎসকের বরাত দিয়ে শহিদ বলেন, হোসেনের মাথায়, হাতে, পায়ে ও পিঠে ধারালো দায়ের কোপের চিহ্ন পাওয়া গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাওলাদার বাংলানিউজকে বলেন, আহত হোসেনকে অ্যাম্বুলেন্সে সন্ধ্যায় সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি ধরতে পুলিশের একটি টিম ঘটনাস্থলে অভিযান চালিয়েছে। তবে পুলিশের অবস্থান টের পেয়ে ঘরে তালা দিয়ে আসামিরা পালিয়ে যায়।
আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ০২২৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
এসএ/আরআর/জিপি