ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাতীবান্ধার ফেনসিডিলসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
হাতীবান্ধার ফেনসিডিলসহ আটক ১ আটক মাদক বিক্রেতা মোতালেব হোসেন

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধার ২৬ বোতল ফেনসিডিলসহ মাদক বিক্রেতা মোতালেব হোসেনকে (৩৪) আটক করেছে পুলিশ।

শুক্রবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তিস্তা ব্যারাজ এলাকা থেকে তাকে আটক কর‍া হয়।

আটক মোতালেব হোসেন হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া গ্রামের কানিপাড়া এলাকার হোসেন আলীর ছেলে।

হাতীবান্ধা দোয়ানী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা বাংলানিউজকে বলেন, মোতালেব দীর্ঘ দিন ধরে মাদক বিক্রি করে আসছে। তিস্তা ব্যারাজ এলাকায় ফেনসিডিল বহন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় একদল পুলিশ।

এ সময় সন্দেহ জনকভাবে মোতালেবকে আটক করে পুলিশ। পরে তার শরীর তল্লাশি চালিয়ে ২৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

এ ঘটনায় হাতীবান্ধা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময় ০৫২৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
জিপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।