নসরুল হামিদ বলেন, যমুনা সেতু নির্মাণের সময় পরিবেশবাদীরা সমালোচনা করে বলেছিল পানির প্রবাহ বাধাগ্রস্ত হবে। পদ্মা সেতু নির্মাণের সময় বলা হয়েছে ইলিশের গতিপথে চলাচল ব্যাহত হবে।
তিনি আরো বলেন, ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। এবং আগামী ৩০ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুত উৎপাদন করবো। আর এই বিদ্যুত নিরবচ্ছিন্ন করতে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।
বিদ্যুৎ সংযোগ প্রসঙ্গে তিনি বলেন, আগামী ১ মাসের মধ্যে এমন সিস্টেম চালু হবে, যার মাধ্যমে গ্রাহক যেদিন বিদ্যুতের আবেদন করবে সেদিনই বিদ্যুৎ সরবরাহ করা হবে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মুরছালীন নোমানী ও কার্যনির্বাহী সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
এএম /আরআই