ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে বাইসাইকেলের টায়ার থেকে গাঁজা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
লালমনিরহাটে বাইসাইকেলের টায়ার থেকে গাঁজা জব্দ

লালমনিরহাট: লালমনিরহাটে বাইসাইকেলের টায়ারের ভেতর থেকে দুই কেজি গাঁজা জব্দ করেছে গোয়েন্দা (ডিবি) শাখা পুলিশ। এ ঘটনায় সামছুল হক (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) ভোরে লালমনিরহাট সদর উপজেলার হরিণ চওড়া তিস্তা চরাঞ্চলের মাঝের চড় এলাকা থেকে গাঁজাসহ তাকে আটক করা হয়।

সামছুল হক কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার ফুলমতি গ্রামের চান মামুদের ছেলে।

লালমনিরহাট গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ পরিদর্শক (এসআই) আফাজুল ইসলাম বাংলানিউজকে জানান, বাইসাইকেলের দুই চাকার টায়ারের ভেতর গাঁজা নিয়ে রংপুরে পাচার করা হচ্ছে। এমন খবরের ভিত্তিতে তিস্তা চরাঞ্চলে অভিযান চাল‍ানো হয়। ভোরে বাইসাইকেল নিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন মাদক ব্যবসায়ী সামছুল হক। এসময় তার গতিরোধ করে পুলিশ। পরে তার বাইসাইকেলের টায়ার খুলে দুই কেজি গাঁজা জব্দ করা হয়।

এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।