ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
উল্লাপাড়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় খাস জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।

শনিবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের চর পাঙ্গাসী গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে- সোনা প্রাং (৫০), মকবুল (৪০), আবু কালাম (৪২) ও সাইফুলসহ (৪৫) ছয় জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দোওয়ান কওশিক আহম্মেদ বাংলানিউজকে জানান, চক পাঙ্গাসী গ্রামের হাসানুর রহমান হাসু ও জহুরুল ইসলামের মধ্যে খাস জমি দখল নিয়ে বিরোধ চলছিল। সকালে ওই জমিতে জহুরুল গ্রুপের লোকজন বোরো ধান আবাদের জন্য প্রস্তুতি নিচ্ছিলো। খবর পেয়ে রিন্টু গ্রুপের লোকজন তাদের বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।