ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাভারে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে আহত করলেন শিক্ষক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
সাভারে মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে আহত করলেন শিক্ষক মাদ্রাসা ছাত্র মোরছালিন মিয়া/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): ক্লাসে অনুপস্থিত থাকায় সাভারে এক মাদ্রাসা ছাত্রকে নির্মমভাবে পিটিয়ে আহত করেছেন শিক্ষক। শনিবার (২১ জানুয়ারি) সকালে সাভারের ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা এলাকায় হাফিজুল উলুম কবরস্থান মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

আহত ছাত্রের পরিবারের সদস্যদের অভিযোগ, মোগড়াকান্দা এলাকার সফুরউদ্দিন আহমেদের ছেলে মোরছালিন মিয়া (১৪) হাফিজুল উলুম কবরস্থান মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্র। শুক্রবার (২০ জানুয়ারি) অজ্ঞাত কারণে মোরছালিন মাদ্রাসায় অনুপস্থিত থাকেন।

পরে শনিবার সকালে মাদ্রাসায় গেলে শিক্ষক আব্দুল কাসেম তাকে নির্মমভাবে পিটিয়ে আহত করেন।
মাদ্রাসা ছাত্র মোরছালিন মিয়ার পিঠে আঘাতের চিহ্ন

খবর পেয়ে ওই ছাত্রের পরিবারের সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। ওই ছাত্রের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনার পর থেকে ওই মাদ্রাসা শিক্ষক পলাতক।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বাংলানিউজকে বলেন, এ বিষয়ে থানায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। তবে বিষয়টি তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।