শনিবার (২১ জানুয়ারি) রাজধানীর গুলিস্তান ও এর আশপাশ এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।
এদিন সকাল ১০টা থেকে হকাররা বিভিন্ন পণ্য নিয়ে রাস্তা ও ফুটপাতে বসতে শুরু করেন।
সিটি করপোরেশনের নির্দেশ অমান্য করে রাস্তা এবং ফুটপাত দখল করে বসার কারণ জানতে চাইলে হকাররা বলেন, সিটি করপোরেশন আমাদের শুক্রবার ও শনিবার বসতে বলেছে। আমাদের যতদিন স্থায়ী পুনর্বাসন না করা হবে ততদিন আমরা এখানে বসব। যদি সরকার ও সিটি করপোরেশন আমাদের দাবি না মানে তাহলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।
এ সম্পর্কে হকার্স ইউনিয়নের সদস্য মো. শফিক বাংলানিউজকে বলেন, শুক্রবার ও শনিবার ফুটপাতে বসার অনুমতি দিয়েছে সিটি করপোরেশন। প্রতিদিন সন্ধ্যা ৬টার পর হকার বসার যে নিয়ম করেছে তা আমরা মানি না। সন্ধ্যার পর আমাদের কোনো বেচাকেনা হয় না। তাই আমাদের পুনর্বাসন না করা হলে আমরা জায়গা ছাড়ব না।
গুলিস্তানের রাস্তায় বসা হকার মো. হাবিবুর রহমান বাংলানিজকে বলেন, সরকার ২৫০৪ জন হকারের পুনর্বাসন করার তালিকা করেছে। এতে কোনো সাধারণ হকারের নাম নেই। যারা বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত তাদের নাম নেতারা দিয়েছে। এতে সাধারণ হকারদের কোনো লাভ হবে না। সারা ঢাকায় হকার আছে প্রায় ২ লাখ। এর মধ্যে মাত্র ২৫০৪ জনের পুনর্বাসন করে কী হবে?
শুক্রবার ও শনিবারে ফুটপাতে হকারদের বসতে অনুমতি দেওয়া হয়েছে কি না জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. কামরুল চৌধুরী বাংলানিজকে বলেন, আমরা এ ধরনের কোনো নির্দেশ দেইনি। আমরা হকারদের বলেছি হলিডে মার্কেটে বসতে, ফুটপাতে না। আগামীকাল থেকে আমাদের অভিযান আবার চলবে। কেউ যদি সিটি করপোরেশনের নির্দেশ অমান্য করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
এমএ/এসআরএস/এমজেএফ