ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাটোরে প্রকৃত মুক্তিযোদ্ধা বাছাই কার্যক্রম শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
নাটোরে প্রকৃত মুক্তিযোদ্ধা বাছাই কার্যক্রম শুরু নাটোরে প্রকৃত মুক্তিযোদ্ধা বাছাই কার্যক্রম শুরু

নাটোর: নাটোরের বাগাতিপাড়া উপজেলায় মুক্তিযোদ্ধা বাছাই কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) সকাল থেকে উপজেলা জিমনেসিয়ামে এ বাছাই কার্যক্রম শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মুক্তিযোদ্ধার তালিকায় নাম অর্ন্তভুক্ত হতে বাগাতিপাড়া উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে ২৬৭ জন আবেদন করেছেন।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দোকার ফরহাদ হোসেন, জামুকার প্রতিনিধি মুনছুর হোসেন, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিনিধি গোপাল চন্দ্র হালদারসহ স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডের চার জন প্রতিনিধি।

ইউএনও খন্দোকার ফরহাদ হোসেন বাংলানিউজকে জানান, বাছাইকালে আবেদনকারীদের সঙ্গে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের তিন জন মুক্তিযোদ্ধার স্বাক্ষ্যগ্রহণ করা হচ্ছে। এছাড়া সরকারের নির্দেশনা মোতাবেক যাচাই-বাছাই চলছে।

বাংলাদশে সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।