দিনাজপুর: দাবি পূরণের আশ্বাসে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে ড্রাগ অ্যান্ড কেমিস্ট অ্যাসোসিয়েশন দিনাজপুর জেলা শাখা। শনিবার (২০ জানুয়ারি) দুপুর ২টার দিকে ধর্মঘট প্রত্যাহার করে সব ওষুধের দোকান খুলে দেওয়া হয়।
দিনাজপুর ড্রাগ অ্যান্ড কেমিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য আব্দুস সালাম বাংলানিউজকে বলেন, জেলা প্রশাসন আমাদের দাবি পূরণের আশ্বাস দেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের নেতৃত্বে ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (ৠাব) ভ্রাম্যমাণ আদালত শহরের বিভিন্ন ক্লিনিক ও ফার্মেসিকে জরিমানা করেন।
যার প্রতিবাদে ধর্মঘটের ডাক দেয় সংগঠনটি।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
আরবি/আরএ
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।