ঢাকা: আগামীকাল রোববার (২২ জানুয়ারি) বসছে জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন। বছরের প্রথম এবং দশম সংসদের ১৪তম এ অধিবেশনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন।
এর আগে গত ৩ জানুয়ারি বিকেলে রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করেন।
রোববার বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হবে।
তার আগে স্পিকারের সভাপতিত্বে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়দ ও শুরুর সময় নির্ধারণ করা হবে।
সূত্র জানায়, এবারের অধিবেশন দীর্ঘ হবে, কেননা রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদ সদস্যরা বক্তব্য রাখবেন। এবারও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পাস হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
এসএম/এটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।