শনিবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় উপজেলার বনগাঁও এ ঘটনা ঘটে। গুরুতর আহতদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী বাংলানিউজকে জানান, উপজেলার বাঘমারা গ্রামের সুরুজ আলীর সঙ্গে বনগাঁও গ্রামের আব্দুল মান্নানের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে বিকেলে সুরুজ আলী ও মান্নান মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় ঘটনাস্থলেই শাহেদ মিয়ার মৃত্যু এবং উভয়পক্ষের আরো ১০ জন আহত হয়।
খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নিহত শাহেদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
আরএ