শনিবার (২১ জানুয়ারি) ভোরে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। তিনি ওই এলাকার খবির মন্ডলের ছেলে।
র্যাব ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. হুমায়ুন কবির বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে হাউলি জয়পুর এলাকায় অভিযান চালিয়ে বিল্লালকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির পাশে একটি খড়ের স্তুপ থেকে দেশি তৈরি ওয়ান শুটার গান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিল্লাল একজন অস্ত্রধারী সন্ত্রাসী এবং পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) সক্রিয় সদস্য বলেও জানান তিনি। এ ঘটনায় তার বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময: ১৯২৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
আরবি/