ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উন্নয়নে বাধা দিতে বিএনপির ষড়যন্ত্র অব্যাহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
উন্নয়নে বাধা দিতে বিএনপির ষড়যন্ত্র অব্যাহত উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন/ ছবি: বাংলানিউজ

ফরিদপুর: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘বর্তমান সরকার যখন দেশের উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে।

বিএনপি তখন উন্নয়নে বাধা সৃষ্টি করতে নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। ’

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে ফরিদপুরের সদর উপজেলার কানাইপুরে পুরদিয়া উচ্চ বিদ্যালয়ের একটি নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোশাররফ হোসেন বলেন, বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে বতর্মান সরকারের উন্নয়নে ব্যাহত করতে পারবে না। আমরা এখন আর অন্য কোনো রাষ্ট্রের কাছ থেকে সাহায্য নেবো না। নিজের পায়ে দাঁড়িয়ে প্রয়োজনে অন্য দেশকে সাহায্য করবো।

পদ্মাসেতুর কাজ শেষ হলেই নিজস্ব অর্থায়নে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মাসেতুর কাজ শুরু করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর প্রমুখ।

প্রসঙ্গত, ফরিদপুরের সমাজসেবক ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান প্রতিষ্ঠিত সাজিদ-সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অর্থায়নে দেড় কোটি টাকা ব্যয়ে পুরদিয়া বিদ্যালয়ে তিনতলা স্কুল ভবনটি নির্মিত হয়।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
আরকেবি/আরআইএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।