এ বিপর্যয় ঠেকাতে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এমন এক ধরনের ধানের বীজ উদ্ভাবন করেছে যা বীজতলা ও রোপণের পরবর্তী ৩ দিন থেকে কমপক্ষে ২০ দিন পানির নিচে জীবন্ত থাকবে।
ফলে বীজতলা ও রোপণ পর্যায়ে জলাবদ্ধতার ঝুঁকি থাকবে না।
মাগুরা পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে শনিবার (২১ জানুয়ারি) অনুষ্ঠিত এই ধানসহ বিনা উদ্ভাবিত উন্নত জাতের তেল, ডাল ও দানাদার ফসলের চাষাবাদ ও সম্প্রসারণ শীর্ষক কৃষক প্রশিক্ষণ কর্মশালায় এ তথ্য জানিয়েছেন ‘বিনা’র’ বৈজ্ঞানিক কর্মকর্তারা।
বিনা মাগুরার ভারপ্রাপ্ত কর্মকর্তা শম্পা রানী ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিনা ময়মনসিংহের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হাফেজ মো. ইকরামুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিনা’র ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামীমা বেগম। অনুষ্ঠান পরিচালনা করেন বিনার বৈজ্ঞানিক সহকারি মো. বোরহান উদ্দিন। বিনা ময়মনসিংহ আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় উপ সহকারী কৃষি কর্মকর্তাসহ শতাধিক কৃষক-কৃষাণি অংশ নেন।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
আরএ