ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরের চন্দ্রপাড়া দরবার শরীফের তোরণ খুলে গিয়ে আহত ১৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭
 ফরিদপুরের চন্দ্রপাড়া দরবার শরীফের তোরণ খুলে গিয়ে আহত ১৫

ফরিদপুর: ফরিদপুর সদরপুর উপজেলার শাহ চন্দ্রপাড়া দরবার শরীফের তোরণ খুলতে গিয়ে ১৫জন আহত হয়েছেন।

শনিবার (২১ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পরে গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বাকি সাতজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। তিনজন সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

হাসপাতালে ভর্তি আটজন হলেন আইয়ুব আলী, আফজাল সরদার, হারেজ ফরাজী, কালাম খন্দকার, ইয়াছিন কাজী, আব্দুর রহিম, নুর ইসলাম ও রবিউল ইসলাম।

এর মধ্যে আইয়ুব আলী, নুর ইসলাম ও রবিউল সদরপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ও অন্যরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহতরা সবাই চন্দ্রপাড়া দরবার শরীফের ভক্ত। তবে এদের বাড়ি কোথায় জানা যায়নি।

আহত ইয়াছিন কাজী বাংলানিউজকে জানান, ১৮ জানুয়ারি দরবার শরীফের বার্ষিক ওরস শুরু হয়েছে। ওরস উপলক্ষ্যে দরবার শরীফে একাধিক তোরণ নির্মাণ করা হয়েছিলো। ভক্তরা গতকাল (২০ জানুয়ারি) শুক্রবার থেকে এসব তোরণ খোলার কাজ করছিলেন। শনিবার বিকেলে আমরা তোরণ খোলার কাজ করছিলাম। হঠাৎ করেই সন্ধ্যার আগে তোরণ ভেঙে পড়ে। এতে নিচে থাকা ১৩ জন ও তোরণের উপরে থাকা দু’জন আহত হয়।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৭

এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।