শনিবার (২১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ট হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নম্বর কক্ষে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়।
এসময় ভাপা, পুলি, চিতই পিঠা, তৈল পিঠা, খোলা পিঠাসহ রংপুর অঞ্চলের বিখ্যাত সব পিঠা পরিবেশন করা হয়।
রংপুর ছাত্র কল্যাণ সমিতির সভাপতি আবু রায়হান খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান।
বিশেষ অতিথি ছিলেন- আইন ও মুসলিম বিধান বিভাগের সহকারী অধ্যাপক আরমিন খাতুন, সমিতির সাবেক সভাপতি মিফফাদ রহমান (রিয়ন), রংপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মিলন, গাইবান্ধা জেলা স্টুডেন্টস সোসাইটির সভাপতি রাশেদুন নবী রাশেদ প্রমুখ।
দেশের উত্তরাঞ্চলের লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা এই পাঁচ জেলার সমন্বয়ে বৃহত্তর রংপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি গঠিত।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
এজি