শনিবার (২১ জানুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার ভাঙনামারি ইউনিয়নের খোদাবক্সপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
খবর পেয়ে মরদেহ উদ্ধারের জন্য রোববার (২২ জানুয়ারি) সকাল সোয়া ১০ টার দিকে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শনিবার রাত দেড়টার দিকে আফাজ উদ্দিন তার ঘর ছেড়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হন। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষের লোকজন তাকে হাত-মুখ বেঁধে তুলে নিয়ে গিয়ে গলা কেটে এবং পেটে ছুরিকাঘাত করে হত্যা করে।
পরে তার মরদেহ বাড়ির পেছনে ফেলে রেখে যায় ঘাতকরা। স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায়।
এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহম্মেদ বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধারে পুলিশ রওনা হয়েছে। প্রাথমিকভাবে জমি সংক্রান্ত বিরোধের কথা জানতে পেরেছি। ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত বলা যাবে।
বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
এমএএএম/এইচএ/