ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গৌরীপুরে বৃদ্ধকে গলা কেটে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
গৌরীপুরে বৃদ্ধকে গলা কেটে হত্যা

ময়মনসিংহ: জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ময়মনসিংহের গৌরীপুরে আফাজ উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করেছে প্রতিপক্ষ। 

শনিবার (২১ জানুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার ভাঙনামারি ইউনিয়নের খোদাবক্সপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।  

খবর পেয়ে মরদেহ উদ্ধারের জন্য রোববার (২২ জানুয়ারি) সকাল সোয়া ১০ টার দিকে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শনিবার রাত দেড়টার দিকে আফাজ উদ্দিন তার ঘর ছেড়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হন। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষের লোকজন তাকে হাত-মুখ বেঁধে তুলে নিয়ে গিয়ে গলা কেটে এবং পেটে ছুরিকাঘাত করে হত্যা করে।

পরে তার মরদেহ বাড়ির পেছনে ফেলে রেখে যায় ঘাতকরা। স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায়।

এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহম্মেদ বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধারে পুলিশ রওনা হয়েছে। প্রাথমিকভাবে জমি সংক্রান্ত বিরোধের কথা জানতে পেরেছি। ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত বলা যাবে।  

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
এমএএএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।