ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে আদালতের আলমারি ভেঙে চুরি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
বাগেরহাটে আদালতের আলমারি ভেঙে চুরি বাগেরহাটে আদালতের আলমারি ভেঙে চুরি-ছবি: বাংলানিউজ

বাগেরহাট: বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত ভবনের তৃতীয় তলায় মোল্লাহাট সহকারী জজ আদালতের সেরেস্তাদারের কক্ষে চুরির ঘটনা ঘটেছে। এসময় চোর চক্র আলমারির তালা ভেঙে দু’লক্ষাধিক টাকা নিয়ে যায়।

রোববার (২২ জানুয়ারি) সকালে অফিসে গিয়ে রুমের তালা খোলা ও আলমারির দরজা ভাঙা দেখতে পেয়ে পুলিশে খবর দেয় সেরেস্তাদার।

মোল্লাহাট সহকারী জজ আদালতের সেরেস্তাদার শেখ রকিবুল ইসলাম বাংলানিউজকে বলেন, সকালে অফিসে গিয়ে আমাদের রুমের দরজা খোলা দেখি।

দরজার তালাটা কোনো কিছু দিয়ে আঘাত করে খোলা হয়েছে বলে মনে হচ্ছে। পরে রুমে ঢুকে আলমারির দরজা ও তালা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে পুলিশ ও অন্য সহকর্মীদের খবর দেই।

আলমারির ড্রয়ারে রাখা পারিবারিক আদালতের মামলার দু’লক্ষাধিক টাকা রাখা ছিল। ওই টাকা পাওয়া যাচ্ছে না। তবে মামলার অন্য কোনো নথি বা আদালতের কোনো কাগজপত্র খোয়া গেছে কি না তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।

এর আগে জেলা জজ আদালত ভবন থেকে একাধিকবার নগদ অর্থ এবং নথিপত্র চুরির ঘটনা ঘটেছে।

ল্যান্ড সার্ভের ট্রাইব্যুনালের স্টোনগ্রাফার মো. খলিলুর রহমান বাংলানিউজকে বলেন, প্রায় চার মাস আগে অফিসে আমাদের রুমেও একবার চুরির ঘটনা ঘটেছে। সে সময় আমার আলমারিতে থাকা ব্যক্তিগত বেশ কিছু টাকা চুরি হয়েছিল।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান খান বাংলানিউজকে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আদালতের তৃতীয় তলার মোল্লাহাট সহকারী জজ আদালতের সেরেস্তাদারের রুমে ওই চুরির ঘটনায় ২ লাখ ২৪ হাজার টাকা খোয়া গেছে।

বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।