ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দেবহাটা সীমান্ত থেকে ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
দেবহাটা সীমান্ত থেকে ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটা সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি দুই গরু রাখালকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার (২২ জানুয়ারি) ভোরে উপজেলার ভাতশালা সীমান্তের বিপরীতে ভারতের শ্বৈতপুর এলাকা থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ।

বিএসএফের হাতে আটক বাংলাদেশিরা হলেন, দেবহাটার ঘলঘলিয়া গ্রামের মাজেদ গাজীর ছেলে হাসান গাজী ও চরশ্রীপুর গ্রামের মুহাম্মাদের ছেলে আজিজুল ইসলাম।

ফিরে আসা গরু রাখালরা বাংলানিউজকে জানান, তারা শনিবার বিকেলে দেবহাটা উপজেলার ভাতশালা সীমান্ত পার হয়ে ভারতে যান গরু আনতে।

গরু নিয়ে ফেরার পথে ভারতের শ্বেতপুর
বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের দুই সঙ্গীকে ধরে নিয়ে যায়।
এসময় তারা কোন রকম পালিয়ে আসতে সক্ষম হয়েছেন।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ভাতশালা বিওপির কোম্পানি কমান্ডার সুশীল ভৌমিক বাংলানিউজকে বলেন, এমন ঘটনা তাদের জানা নেই। লোকমুখে শুনে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।