ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাদুল্যাপুরে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
সাদুল্যাপুরে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত মুসা মিয়ার (২৮) মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত ইউনুস আলী (৫৬) ও তার ছেলে ছামছুজ্জোহা শাকিলকে (২৬) আটক করেছে পুলিশ।

শনিবার (২১ জানুয়ারি) দিনগত রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মুসা উপজেলার বনগ্রাম ইউনিয়নের পাঠানোছা গ্রামের রহিম উদ্দিন আকন্দের ছেলে।

সাদুল্যাপুর থানার ওসি (তদন্ত) বোরহান আলী বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে ইউনুসের সঙ্গে মুসার পরিবারের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে মুসা ও তার ভাই উজ্জ্বল বাড়ির পাশের একটি জমিতে ধান চাষ করতে যান। এসময় ইউনুস ও তার লোকজন বাধা দিলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে।

তিনি আরও জানান, এ ঘটনায় মুসাসহ উভয়পক্ষের চারজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত মুসাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় জড়িত ইউনুস ও তার ছেলে শাকিলকে আটক করা হয়েছে। মুসার পরিবারের পক্ষ থেকে সাদুল্যাপুর থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।