রোববার (২২ জানুয়ারি) সকাল ১০টার দিকে কারখানাটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাতের এক ঘণ্টা পর ১১টার দিকে তা নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের মোট তিনটি ইউনিট।
সাভার ফায়ার সার্ভিস স্টেশনের ডিএডি আলাউদ্দিন আহমেদ বিষয়টি বাংলানিউজকে জানান।
তিনি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। এর পর সাভারেরই আরও দু’টি ইউনিট ছুটে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।
ডিএডি জানান, ছয়তলা বিশিষ্ট ভবনের নিচতলায় কারখানাটির ডায়িং ফ্লোরে আগুন লাগে। শ্রমিকেরা কিছুটা আতংকিত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
এইচএ/