এস কে গোলাম জিলানীর মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের চেয়ারম্যান এস কে গোলাম জিলানীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করে তার মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন জেনেভা ক্যাম্পের বাসিন্দারা।
রোববার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ সংবাদ সম্মেলন আয়োজিত হয়।
জেনেভা ক্যাম্পের বাসিন্দাদের পক্ষে এস কে গোলাম রব্বানি সংবাদ সম্মেলনে বলেন, চেয়ারম্যান এস কে জিলানী গত ১০ বছর যাবৎ সুনামের সাথে ক্যাম্পের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
কতিপয় লোক এসব মেনে নিতে না পেরে ১৭ জানুয়ারি পুলিশের সাহায্য নিয়ে বানোয়াট ও মিথ্যা মামলা দায়ের করে তাকে গ্রেফতার করে।
মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। যা বিচার বিভাগীয় তদন্তে দিবালোকের মতো পরিষ্কার হয়ে যাবে বলেও দাবি করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
ইউএম/এমজেএফ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।