রোববার (২২ জানুয়ারি) বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শীতকালীন এ অধিবেশন শুরু হয়।
এর আগে, বিকেল ৩টায় স্পিকারের সভাপতিত্বে ‘কার্য উপদেষ্টা কমিটি’র চতুর্দশ বৈঠকে চলতি অধিবেশন ৯ মার্চ পর্যন্ত চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কমিটির সদস্য সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেনগুপ্ত, মো. ফজলে রাব্বী মিয়া, আবুল হাসানাত আব্দুল্লাহ, রাশেদ খান মেনন, আ.স.ম. ফিরোজ, মইন উদ্দীন খান বাদল এবং আনিসুল হক বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, চতুর্দশ অধিবেশন আগামী ৯ মার্চ পর্যন্ত চলবে এবং প্রতি কার্যদিবসে অধিবেশন বিকেল সাড়ে ৪টায় শুরু হবে। তবে প্রয়োজনে এ সময়সীমা স্পিকার বাড়াতে বা কমাতে পারবেন। এছাড়া রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর ৪৫ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. আবদুর রব হাওলাদার ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
***বিকেলে বসছে বছরের প্রথম সংসদ অধিবেশন
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
এসএম/এসকে/আইএ