গোপালগঞ্জ: গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিপ্লব ঠাকুর (৩৪) নামে মোটরইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর এক আরোহী। রোববার (২২ জানুয়ারি) দুপুরে শহরতলীর পল্লী বিদ্যুৎ অফিস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। বিপ্লব ঠাকুর গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সিংগা গ্রামের টুভু ঠাকুরের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বাংলানিউজকে জানান, ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন বিপ্লব ঠাকুর। দুপুরে গোপালগঞ্জ থেকে একজন যাত্রী নিয়ে সিংগা যাচ্ছিলেন তিনি।
পথে শহরতলী পল্লী বিদুৎ অফিসের সামনে পৌঁছালে একটি গাড়ি পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান বিপ্লব। পরে ঘটনাস্থল থেকে বিপ্লবের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় গুরুতর আহত তারক হীরা নামে অপর আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
বিএসকে/আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।