রোববার (২২ জানুয়ারি) চীন থেকে আসা মোহাম্মদ মাজহারুল ইসলাম নোমান নামে এক যাত্রীর কাছ থেকে এসব ফোন জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বাংলানিউজকে বলেন, বেলা ১১টায় চায়না সাউদার্ন এয়ারলাইন্স সিজেড-৩৯১ বিমানবন্দরে অবতরণ করে।
যাত্রী মাজহারুল কাস্টমস হলের ২ নম্বর বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে কোনো ঘোষণা ও শুল্ককর পরিশোধ ছাড়াই গ্রিন চ্যানেল অতিক্রম করেন।
পরে তার সঙ্গে থাকা দুটি ল্যাগেজ তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবস্থায় আইফোনসহ ৩২৫টি স্মার্ট ফোন জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক বলেন, জব্দ করা ফোনের মধ্যে রয়েছে ১০টি আইফোন সিক্সপ্লাস, ৩০টি আসুস, ৮২টি কার্বন, ১৬৩টি হুয়াই, ১০টি ফ্যান্টম (রিভু), ৩০টি সনি এক্সপেরিয়া। যার মূল্য প্রায় ১ কোটি টাকা।
জব্দ পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
আরইউ/আরআর/বিএস