আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২২ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- শোভনের বন্ধু রাশেদুল ইসলাম (২১), ইমরান হোসেন (২২) এবং বেলাল হোসেন (২২)। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আহতরা বাংলানিউজকে বলেন, প্রাইভেটকার নিয়ে শোভনের সঙ্গে তারা বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী থেকে ফরিদপুরের উদ্দেশে রওনা দেন। পুঠিয়া উপজেলার ঝলমলিয়ায় রাজশাহী-ঢাকা মহাসড়কে পৌঁছালে দুপুর সাড়ে ১২টার দিকে একটি ট্রাকের সঙ্গে তাদের প্রাইভেটকারের ধাক্কা লাগে। এ সময় গাড়িটি ছিটকে পাশের খাদে পড়ে যায়।
রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, শোভন মদ্যপ অবস্থায় প্রাইভেটকার চালাচ্ছিল। ড্রাইভিংয়ের সময় মালবাহী ট্রাকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের প্রাইভেটকারটি পাশের খাদে পড়ে যায়।
এ ঘটনায় রামেক হাসপাতালে নেওয়ার পথে শোভনের মৃত্যু হয়। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হবে বলেও জানান পুঠিয়া পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
এসএস/জিপি/জেডএস