ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে আটক ৫৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে আটক ৫৯

চাঁদপুর: চাঁদপুর জেলার সাতটি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত, গ্রেফতারি পরোয়ানাভুক্ত, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ও মাদকসহ ৫৯ জনকে আটক করেছে পুলিশ। রোববার (২২ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের ডিআইওয়ান মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, শনিবার (২১ জানুয়ারি) দিনগত রাত থেকে রোববার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

৫৯ জনের মধ্যে ১৩ জনকে মাদকসহ আটক করা হয়।

এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নয়টি মামলা দায়ের করা হয়েছে। তিনজন সাজাপ্রাপ্ত মামলার আসামি।

সাত উপজেলার মধ্যে চাঁদপুর সদর উপজেলায় ১৫ জন, হাজিগঞ্জ উপজেলায় ১১, কচুয়ায় ১১, ফরিদগঞ্জে ৫, মতলব দক্ষিণে ৭, মতলব উত্তরে ৭ ও শাহরাস্তি উপজেলায় ৩ জন।

চাঁদপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান বাংলানিউজকে বলেন, জেলার শান্তি শৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে। নিয়মিত কাজের অংশ হিসেবে প্রত্যেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

আটক ও গ্রেফতারকৃতদের বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।